নলকূপ স্হাপনের লাইসেন্সের আবেদন পদ্ধতিঃ
১। নলকূপ স্হাপনের লাইসেন্সের জন্য নির্ধারিত আবেদনপত্র।(অফিস কর্তৃক প্রদত্ত)
২। ব্যাংক জমা রশিদ।
৩। PP সাইজের ছবি ০১ (এক) কপি (সত্যায়িত)।
৪। জাতীয় পরিচয়পত্র ০১ (এক) কপি (সত্যায়িত)।
৫। নলকূপ স্থাপনের জমির দলিলের ফটোকপি ০১ (এক) কপি (সত্যায়িত)।
৬। রেকর্ডভুক্ত মালিকানা হলে পর্চার ফটোকপি ০১ (এক) কপি (সত্যায়িত)।
৭। সংশ্লিষ্ট মৌজা ম্যাপ ০১ (এক) কপি (সীমানা নির্ধারণকৃত)।
৮। সংশ্লিষ্ট জমির হালনাগাদ খাজনা খারিজের চেক দাখিলা (সত্যায়িত)।
৯। স্কীমভূক্ত জমির বিবরণী (অফিস কর্তৃক প্রদত্ত)।
১০। স্কীমভূক্ত কৃষকগণের উপস্থিতির ছক (অফিস কর্তৃক প্রদত্ত)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস